পুড়িয়ে ফেলার পরও ভস্ম থেকে জেগে উঠেছে আওয়ামী লীগ: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

জুন ২৩, ২০২৪, ১০:২১ পিএম

পুড়িয়ে ফেলার পরও ভস্ম থেকে জেগে উঠেছে আওয়ামী লীগ: শেখ হাসিনা

ছবি: সংগৃহীত

বারবার পুড়িয়ে ফেলার পরও ফিনিক্স পাখির মতো ভস্ম থেকে জেগে উঠেছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, “আওয়ামী লীগের ওপর বারবার আঘাত এসেছে। বারবার দল নিশ্চিহ্নের চেষ্টা করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। বারবার আঘাত এলেও কোনও ক্ষতি করতে পারেনি।”

রোববার (২৩ জুন) বিকেলে ঐতিহাসিক সোহরওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ। আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী। মুজিব আদর্শের সৈনিক। এই সৈনিকরা কখনও পরাভব মানে না। মাথা নত করে না।”

এ সময় সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত দলের নেতাকর্মীরা শ্লোগানে মুখর হয়ে চাঙা হয়ে ওঠেন।

শেখ হাসিনা বলেন, “হয়তো কখনও কখনও কোনও নেতারা ভুল করেছেন। কেউ মনে করেছেন, আওয়ামী লীগে থাকতে তারাই বড় নেতা। দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গেছেন। কিন্তু তারা ভুল করেছেন। কেন?”

পরক্ষণেই তিনি বলেন, “আপনারা দেখেন আকাশে মিটিমিটি তারা জ্বলে। তারা আলোকিত হয় কার দ্বারা? সূর্যের আলোতে আলোকিত হয়। যেসব নেতারা ভুল করেছিলেন, তারা ভুলে গেছিলেন, তারা আলোকিত হয়েছে আওয়ামী লীগের জন্য। ওই তারা আর জ্বলে নাই। তারা আস্তে আস্তে নিভু নিভু। কেউ ভুল বুঝে, হয়তো ফেরত এসেছে, আমরা নিয়েছি। আবার কেউ এখনও বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকারের পতন, ধ্বংস নানা জল্পনা-কল্পনা করে যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছেই তো বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। যা আমরা প্রমাণ করেছি।”

প্রধানমন্ত্রী বলেন, “১৯৭৫-এর ১৫ আগস্টের পর বারবার ক্ষমতা দখল হয়েছে। প্রত্যেক ক্ষমতা বদল হয়েছে হয় অস্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না।”

আওয়ামী লীগ সভাপতি বলেন, “আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপের ফলে দেশ এগিয়ে যাচ্ছে।” এ সময় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন শেখ হাসিনা।”

উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার কথা তুলে ধরে সব শেষে তিনি বলেন, ‍‍“গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে, দেশ আজ উন্নয়নের রোল মডেল হয়েছে।”

Link copied!