আগস্ট ৮, ২০২৪, ০৩:২৯ পিএম
ড. ইউনূস ছাত্র-জনতার মনোনীত ব্যক্তি। তার সফল নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে চলমান সহিংসতা ও সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারি চাকরিতে কোটা বৈষম্যের প্রতিবাদে আন্দোলন চলাকালীন আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে দেখতে গিয়ে বৃহস্পতিবার (৮ আগস্ট) এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি যথাশীঘ্র জাতীয় নির্বাচনের দাবিও তোলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল ইসলামের আশা, ড. ইউনূসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তীকালীন সরকার দেশে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে। তিনি বলেন, “অর্থনীতিকে সচল রাখার দ্রুত উদ্যোগ নেবে সরকার।”
আহতদের বর্ণনা দিতে গিয়ে এক সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব।