সীমান্ত উন্মুক্ত থাকায় বিজিপি সদস্যদের প্রতিরোধ করা হচ্ছে না : পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১২, ২০২৪, ০৪:০২ পিএম

সীমান্ত উন্মুক্ত থাকায় বিজিপি সদস্যদের প্রতিরোধ করা হচ্ছে না : পররাষ্ট্রমন্ত্রী

আলোচনা করে বিজিপি সদস্যদের ফেরানো হবে : পররাষ্ট্রমন্ত্রী। ছবি : দ্য রিপোর্ট ডট লাইভ।

মিয়ানমার থেকে যে কয়জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের আগের মতো আলোচনা করে ফেরত পাঠানো হবে বলে জানায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সীমান্ত উন্মুক্ত থাকায় তাদেরকে প্রতিরোধ করা হচ্ছে না । এছাড়া ভারতেও এই ধরনের ঘটনা ঘটছে বলে উল্লেখ করেন তিনি। মিয়ানমারের কয়েকজন সাধারণ নাগরিক বাংলাদেশে ঢোকার চেষ্টা করলেও তাদের ফেরত পাঠানো হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে ফেব্রুয়ারি প্রথম দিকে কয়েক দফায় অভ্যন্তরীণ সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে আসেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ জন। বিজিপি ছাড়াও তাদের মধ্যে মিয়ানমারের সেনা সদস্য, শুল্ক কর্মকর্তা ও ইমিগ্রেশন পুলিশের সদস্য ছিলেন। ১৫ ফেব্রুয়ারি তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে বলে দাবি করেছেন হাছান মাহমুদ। তিনি বলেন, এটাই সরকারের শক্তি। ব্যবসায়ীরা যা ইচ্ছা তাই করতে না পারে, এজন্য সরকার সামগ্রিক বাজার ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

Link copied!