সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের। ছবি: মাহাবুব আলম শ্রাবণ/দ্য রিপোর্ট ডট লাইভ
বিএনপি ও সমমনারা কোটা আন্দোলন সমর্থন করে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (৮ জুলাই) রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য আমাদের বক্তব্য বলেও উল্লেখ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
কোটা বিরোধী আন্দোলনকারীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, “এর আগে যে কোটা আন্দোলন বাংলাদেশ হয়েছিলো প্রথম সারির ৩১ জন নেতা তারা কিন্তু বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এখানে রাজনীতির উপাদান যুক্ত হয়ে গেছে, কারন বিএনপি ও সমমনারা এই কোটা আন্দোলনে ভর করে সাপোর্ট করেছে। সাপোর্ট করা মানে তাদের তাদের সঙ্গে যুক্ত হওয়া।”
তিনি আরও বলেন, “উচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেজন্য সে পর্যন্ত রাস্তাঘাট আটকে আন্দোলন পরিহার করতে হবে।”
ক্ষমতাসীন দল গভীরভাব পর্যবেক্ষণ করছে জানিয়ে মন্ত্রী বলেন, “এখানে কারা কারা যুক্ত আছে কোনও ষড়যন্ত্রের অংশ কিনা আন্দোলনের গতিধারায় সেটা বোঝা যাবে। আমরা গভীরভাবে সেটা পর্যবেক্ষণ করছি।”
সর্বজনীন পেনশন তহবিলের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন,“এখানে ভুল বোঝাবুঝি থাকতে পারে। বাস্তব পরিস্থিতির পরিপেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে। আমরা যার যার পদমর্যাদার ভিত্তিতে যাবো।”
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “তারা অনেক দিন, তারিখ দিয়েছে, তাদের সরকার হাটানোর পরিকল্পনা দিবাস্বপ্ন। কচুপাতার ওপর শিশির বিন্দু- আওয়ামী লীগ পড়ে যাবে।”