ড. ইউনূসের সঙ্গে বিকেলে বৈঠকে বসছেন মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১২, ২০২৪, ০৮:৫১ এএম

ড. ইউনূসের সঙ্গে বিকেলে বৈঠকে বসছেন মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা

ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আজ বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষপর্যায়ের নেতারা।

সোমবার (১২ আগস্ট) বিকেলে চারটায় এই বৈঠক হবে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, মির্জা ফখরুলের নেতৃত্বে এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও অংশ নেবেন।

এর আগে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ‘প্রতিশোধের নীলনকশা’ নিয়ে সক্রিয় রয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন। বিবৃতিতে উল্লেখ করেছিলেন, আমরা বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি যে ক্ষমতাচ্যুত সরকার ও তার দোসররা অন্তর্বর্তীকালীন সরকার এবং বিজয়ী ছাত্রদের ওপর ‘প্রতিশোধের নীলনকশা’ নিয়ে মাঠে সক্রিয় রয়েছে। কৌশলে অন্যায়ভাবে বিএনপিসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির কাঁধে সব জঘন্য অপরাধের দায় চাপাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক আকারে ব্যবহৃত হচ্ছে।

Link copied!