জানুয়ারি ১৬, ২০২৪, ০১:০১ পিএম
‘বিএনপি আলো ঝলমলে নির্বাচনে পথ হারায় বলে অন্ধকার গলি খোঁজে। এখনও নির্বাচন বাতিল করতে তারা লাফালাফি করছে। চক্রান্ত শেষ হয়ে যায়নি। সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।’
মঙ্গলবার সকালে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এ কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচন করেনি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছে। এ নির্বাচনের বিজয় গণতন্ত্রের বিজয়, দেশের মানুষের বিজয়। মানুষের আস্থা-বিশ্বাসের চেয়ে বড় কোনো প্রাপ্তি আর নেই। এই নির্বাচন গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতার বিজয়। এখন নির্বাচন বাতিলের চক্রান্ত করে যাচ্ছে বিরোধীপক্ষ।
আওয়ামী লীগ সভাপতি বলেন, জনগণকে ভোটের অধিকার সম্পর্কে সচেতন করেছে আওয়ামী লীগ। উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হয়েছে। দেশকে উন্নত সমৃদ্ধ করে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। সে লক্ষ্যে কাজ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি রাজনৈতিকভাবে বা ভোটের মাঠে আওয়ামী লীগের সমানে সমান নয়। তারা নির্বাচন চায় না, তাদের লক্ষ্য মানুষ হত্যা করা। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যই মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপির ভোট বর্জন লিফলেট প্রত্যাখ্যান করে ৭ জানুয়ারিতে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন দেশের জনগণ। ৭ জানুয়ারির ভোটে, মানুষের ভোট দেয়ার সাংবিধানিক অধিকার সুরক্ষিত হয়েছে। উন্মুক্ত হওয়ায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে।
নির্বাচন নষ্ট করে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজে বেড়ায় বিএনপি। আলোঝলমল নির্বাচন আর নির্বাচনের পথে; বিএনপি পথ হারিয়ে ফেলেছে এ মন্তব্য করে তিনি আরও বলেন, নিজেরা নিজেদের কার্যালয়ে তালা মেরে আবার তারাই সেই তালা খুলতে গেছেন। আসলে তারা এখন পথ হারানো পথিক হয়ে গেছেন। আসলে মানুষ মারার ফাঁদ তৈরির ওস্তাদ হলো বিএনপি।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সই দেশের প্রধান চালিকাশক্তি উল্লেখ করে সরকার প্রধান আরও বলেন, স্বাধীনতা-সংগ্রামে বিশ্ব জনমত তৈরিতে প্রবাসীরা বিরাট অবদান রাখেন, এজন্য কৃতজ্ঞতা জানাই। প্রতিটি আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধে প্রবাসীদের বিরাট অবদান রয়েছে। সেটা ছাড়াও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।
এ সময় দেশের গণতন্ত্রের বিকাশে অবদান রাখায় প্রবাসীদের ভূয়সী প্রশংসা করে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ২৯টি দেশ থেকে দেশে আসেন। আজ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা।