নির্বাচনী রোডম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৬, ২০২৫, ১২:২২ পিএম

নির্বাচনী রোডম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আজ বুধবার সঙ্গে বৈঠকে বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানাবে। গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, দলটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে একটি লিখিত বিবৃতি জমা দেবে।

বুধবার, ১৬ এপ্রিল দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবে। এতে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে, বৈঠকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাবে বিএনপি। দলটির শীর্ষ নেতারা মনে করছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের ভিন্নমতপূর্ণ বক্তব্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে তারা স্পষ্ট অবস্থান জানতে চাইবেন।

এর আগে ড. ইউনূস একাধিকবার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন চলতি ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে বিএনপি এ বক্তব্যে সন্তুষ্ট নয়। তাদের দাবি, নির্দিষ্ট সময়সীমা ও রোডম্যাপ প্রকাশ করতে হবে। আজকের বৈঠকে এ বিষয়েই জোর দেবে দলটি।

এছাড়া আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টায় বিএনপির জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।  

Link copied!