দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৫ আগস্ট) এক বার্তায় তিনি বলেছেন, “সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে আজ বৈঠক হয়েছে। তিনি আমাকে বিষয়টি দেশবাসীকে জানাতে বলেছেন।”
এর অগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র দাবির পরিপ্রেক্ষিতে হেলিকপ্টারযোগে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। সূত্র জানায়, হেলিকপ্টারে করে তারা ভারতের পশ্চিমবঙ্গের দিকে যাত্রা করেছেন।