সাহায্যের নামে ফটোসেশন করে বিএনপি: ওবায়দুল কাদের

জাতীয় ডেস্ক

মে ২৭, ২০২৪, ০৯:০৭ পিএম

সাহায্যের নামে ফটোসেশন করে বিএনপি: ওবায়দুল কাদের

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

বিএনপি সাহায্যের নামে ফটোসেশন করে বলে কটাক্ষ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৭ মে) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঘূর্ণিঝড়, বন্যা এসব দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায়। বিএনপির কথা যদি আমি বলি, একটি বিরোধী রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব পালনে তারা বার বার ব্যর্থ হয়েছে। তারা সাহায্যের নামে ফটোশেসন করে।”

তাদের কাজই ফটোসেশন করা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে রোজার মাসেও আমরা সাধারণ মানুষের মাঝে  ইফতার বিতরণ করেছি আর তারা ইফতার পার্টি করেছে। বিএনপির সঙ্গে আমাদের নীতিগতভাবেই অনেক পার্থক্য আছে।”

সেতুমন্ত্রী বলেন, “কক্সবাজারে রোহিঙ্গারা যে স্রোতের মতো এসেছে বাংলাদেশে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক সাহায্য করেছেন। তিনি আমাদের সীমান্ত উন্মুক্ত করে দিয়েছিলেন উদারভাবে, যেটা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। তখন আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে দিনের পর দিন, মাসের পর মাস রোহিঙ্গাদের সাহায্যে পাশে ছিলাম। তখন দেখা গেছে এক বা বড়জোর দুই দিন ফটোসেশনের জন্য গেছে তারা।”

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যের বিষয়টি জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের বিভাগীয় টিমগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্য করবে। আবহাওয়া উন্নত হলে তারা সেসব এলাকায় যাবেন, ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য সহায়তা করবেন।”

Link copied!