বিএনপির রাজনীতি সবসময় মিথ্যাচারের ওপর নির্ভরশীল : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৩:১১ পিএম

বিএনপির রাজনীতি সবসময় মিথ্যাচারের ওপর নির্ভরশীল : ওবায়দুল কাদের

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

কথামালার চাতুরি ছাড়া বিএনপির বিরোধী দলের ভূমিকা পালনের কোনো কিছু নেই। বিএনপির রাজনীতি সবসময় মিথ্যাচারের ওপর নির্ভরশীল।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং সার্বভৌমত্ব বিষয়ে আওয়ামী লীগকে নিয়ে বিএনপির প্রশ্ন তোলা পাগলের প্রলাপ ছাড়া ভিন্ন কিছু নয়। বিএনপির আর কিছু করার নেই। তাদের সঙ্গে জনগণও নেই। কথা কিছু বলতে হয়, এজন্য মাঝে মাঝে চাতুরী করে থাকে বিএনপি।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিছু কিছু বাড়ছে, কিছু কমছে। কমার প্রবণতা বিদ্যমান। চলমান বিশ্ব সংকটের প্রতিক্রিয়া আমাদের দেশে হবে এটাই খুব স্বাভাবিক। কথা হচ্ছে এই ব্যাপারে সরকার কোন উদাসীনতা দেখিয়েছে কি না। সরকার তো এখানে সক্রিয়। আমরা তো চেষ্টা করে যাচ্ছি। আমরা নিষ্ক্রিয় হয়ে বসে নেই। আমাদের যা করণীয় আমরা তা করছি।

জাতীয় পার্টিতে রাজনৈতিক কোন্দল নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটি জাতীয় পার্টির অভ্যন্তরীণ বিষয়। এতে সংসদে বিরোধী দলের অবস্থানে কোন প্রভাব পড়বে না।

মিয়ানমারে চলমান অস্থিরতা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের সীমান্তে নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে। এ বিষয়ে সরকারের প্রস্তুতি আছে। সীমান্তে নিরাপত্তার বিশেষ সতর্কতা রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক আছে বাংলাদেশ।

এ সময় কাদের বলেন, জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান, বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানের মিউনিখে দেয়া, ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধে শেখ হাসিনার বক্তব্য বঙ্গবন্ধু কন্যার দৃঢ়তার প্রতীক। যা তাঁর সাহসিকতারই পরিচয়। অনেক সরকার প্রধানই এই বিষয় নিয়ে কথা বলতে পারেন না।

Link copied!