কালো টাকা উৎসাহিত করার বাজেট: মির্জা ফখরুল

জাতীয় ডেস্ক

জুন ৭, ২০২৪, ০৮:৪৫ পিএম

কালো টাকা উৎসাহিত করার বাজেট: মির্জা ফখরুল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে ‘কালো টাকা ও দুর্নীতিকে উৎসাহিত করার’ বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৭ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সরকার মিথ্যার ওপর টিকে আছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, “যত পরিসংখ্যান দেখানো হয়, সব বানানো ও মিথ্যা। এই বাজেট বে-নজির বাজেট। বাজেটে কর্মসংস্থান কোথায়? যারা ঢাকায় ছোটখাটো ব্যবসা বা কাজ করত, তারা গ্রামে ফিরে যাচ্ছে। কিন্তু গ্রামেও কাজ নেই।”

আরও পড়ুন: আবারও ফিরে এলো কালো টাকা সাদা করার সুযোগ

অনুষ্ঠানে জিয়াউর রহমানকে অস্বীকার করা মানে দেশের স্বাধীনতাকে অস্বীকার করা বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “জিয়াউর রহমানকে খাটো করে দেখানোর সুযোগ নেই। দুঃসময়ে জাতির ত্রাণকর্তা হিসেবে সামনে আবির্ভূত হয়েছিলেন জিয়াউর রহমান।”

‘শহীদ রাষ্ট্রপতি জিয়ার গৃহীত কর্মসূচি ও নীতি: বাংলাদেশের কৃষিবিপ্লব ও পল্লী উন্নয়নের মূলভিত্তি’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএনপি-সমর্থক শিক্ষকদের ফোরাম সোনালী দল।

Link copied!