নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১০, ২০২৪, ০২:১০ পিএম

নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকবেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মোট ৩৭ সদস্যের নতুন মন্ত্রীসভা গঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার। এদিন সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করার মাধ্যমে যাত্রা শুরু করবে নতুন মন্ত্রীসভা।

মন্ত্রীসভার প্রধান থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকবেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে। শপথ গ্রহণের পর তাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে বুধবার নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিসভায় যারা ঠাঁই পেয়েছেন তাদের সাথে যোগাযোগ করে শপথ গ্রহণের আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ।

এছাড়া বুধবার বিকেলে মন্ত্রিসভা গঠনের অনুমোদনের পর মন্ত্রিসভায় কারা থাকছেন তাদের নাম লিখিত আকারে প্রকাশ করা হয়।

সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রিসভায় যারা আছেন তাদের নাম ঘোষণা করেন। এবারের মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নিয়োগ দেয়া হয়নি।

পূর্ণমন্ত্রী হচ্ছেন যারা-

১. আ. ক. ম. মোজাম্মেল হক (গাজীপুর-১) (বর্তমান মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী)

২. ওবায়দুল কাদের (নোয়াখালী-৩)  (বর্তমান মন্ত্রিসভায় সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী)

৩. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪) (বর্তমান মন্ত্রিসভায় শিল্পমন্ত্রী)

৪. আসাদুজ্জামান খান কামাল (ঢাকা-১২) (বর্তমান মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী)

৫. ডা. দীপু মনি (চাঁদপুর-৩) (বর্তমান মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী)

৬. মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯) (বর্তমান মন্ত্রিসভায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী)

৭. মুহাম্মদ ফারুক খান  (গোপালগঞ্জ- ১) (সাবেক মন্ত্রী)

৮. আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪) (বর্তমান মন্ত্রিসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী)

৯. আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪) (বর্তমান মন্ত্রিসভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক)

১০. মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭) (বর্তমান মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী)

১১. মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪)

১২. সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১) (বর্তমান মন্ত্রিসভায় খাদ্যমন্ত্রী)

১৩. র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩)

১৪. মো. আব্দুর রহমান (ফরিদপুর-১)

১৫. নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫) (বর্তমান মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী)

১৬. আব্দুস সালাম (ময়মনসিংহ-৯)

১৭. মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯) (বর্তমান মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রী)

১৮. ফরহাদ হোসেন (মেহেরপুর-১) (বর্তমান মন্ত্রিসভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী)

১৯. মো. ফরিদুল হক খান (জামালপুর-২)

২০. মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২)

২১. সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯)

২২. জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)

২৩. নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)

২৪. স্থপতি ইয়াফেস ওসমান (টেকনোক্রেট)

২৫. সামন্ত লাল সেন (টেকেনোক্রেট)

প্রতিমন্ত্রী হচ্ছেন যারা-

১. সিমিন হোমেন (রিমি) (গাজীপুর- ৪)

২. নসরুল হামিদ (ঢাকা-৩) (বর্তমান মন্ত্রিসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী)

৩. জুনাইদ আহমেদ পলক (নাটোর- ৩) (বর্তমান মন্ত্রিসভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী)

৪. মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা- ১৭)

৫. মো. মহিববুর রহমান (পটুয়াখালী- ৪)

৬. খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২) (বর্তমান মন্ত্রিসভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী)

৭. জনাব জাহিদ ফারুক (বরিশাল-৫) (বর্তমান মন্ত্রিসভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী)

৮. কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি)

৯. রুমানা আলী (গাজীপুর-৩)

১০. শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২)

১১. আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬) 

Link copied!