দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৬, ২০২৩, ০৯:৪৪ পিএম

আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

শোকজ করা প্রার্থীদের বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক দেবনাথ বলেন, এখন পর্যন্ত ২৫৮ জনকে শোকজ করা হয়েছে এবং ১৬২ জনকে রিপোর্ট করা হয়েছে। ৬৪ জনকে সাবধানবার্তা প্রদান করা হয়েছে। বাকি প্রার্থীদের শোকজ বিষয়ে এখনো কার্যক্রম চলছে। শোকজ হচ্ছে মামলা হচ্ছে প্রার্থীদের ডাকা হচ্ছে কমিশন সিদ্ধান্ত নিলে প্রার্থিতা ও বাতিল হতে পারে। 

৩ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। আইন অনুযায়ী প্রথমে শোকজ, মামলা হচ্ছে। শোকজের তিন প্রার্থীর মধ্যে রয়েছেন চাঁদপুর দুই আসনের মোফাজ্জল হোসেন মায়া ও মফিজুর রহমান। 
চট্টগ্রাম -১৬ আসনের মোস্তাফিজুর রহমান। 

তিনি আরও বলেন, শোকজ প্রার্থীদের দুইজন ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ২৭ ডিসেম্বর বিকাল চারটায় এবং বাহাউদ্দিন বাহারকে ৪টা বাজে নির্বাচন কমিশনে তলব করা হয়েছে । ইসি সংশ্লিষ্ট সূত্রে জানা যায় তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য ডাকা হয়েছে । নির্বাচন কমিশন তাদের কথা শুনবে। 

এতেও কাজ না হলে অথবা আচরণ বিধি লঙ্ঘন চরম পর্যায়ে গেলে তখন প্রার্থিতা বাতিল হতে পারে। এ বিষয়ে অতিরিক্ত সচিব অশোক দেবনাথ বলেন , ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং বাহাউদ্দিন বাহারকে নির্বাচন কমিশনে তলবের বিষয়ে জানান তাদেরকে ডাকা হয়েছে , আত্মপক্ষ থেকে স্বীকারোক্তি শোনা হবে। কালকে কি হবে তা আজকে বলতে পারবো না। তাদের অপরাধ বিবেচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে । 

ডিজিটাল নিরাপত্তা আইনে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে অশোক দেবনাথ বলেন এই মুহূর্তে যে আচরণবিধি দেওয়া আছে সেখানে এ ধরণের কোনো নিয়ম বলা নাই ,তবে যদি এমন কোনো আচরণবিধি লঙ্ঘন হয় তবে সেক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনে এটা ব্যবস্থা নেওয়া যেতে পারে । যেমন আচরণবিধি নিয়ম অনুযায়ী পোস্টার যদি লেমিনেটিং করা হয় সেক্ষেত্রে জঘন্যভাবে পরিবেশের অন্য আইনে ব্যবস্থা নেওয়া হয় ।

 

Link copied!