ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৭:০৬ পিএম
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধের দাবিতে ‘কফিন মিছিলের’ ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার, ১২ ফেব্রুয়ারি রাত ৯ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ কফিন মিছিল করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ কাসেমের জানাযা অনুষ্ঠিত হবে। জানাযার পরে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে শহীদ মিনার থেকে কফিন মিছিল করা হবে।’
একই সঙ্গে সারা দেশে প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রামে কাসেমের গায়েবানা জানাযা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল করার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সবাইকে নিজেদের নির্ধারিত সময়ে এই কর্মসূচি পালন করার কথাও জানানো হয়।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লিখেন, ‘আয়নাঘর, হাসিনার হত্যা, পাল্টা বিপ্লবে আমার ভাই শহীদ কাসেমের মৃত্যু। অনেক হয়েছে। এখন আর পিছুটান নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’
বুধবার দুপুর ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আই সি ইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মো. কাসেম খানের (২০)।
গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ধীরাআশ্রম এলাকায় সাবেক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মো. কাসেম খান গুরুতর আহত হন। এর পর থেকে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।
কাসেম গাজীপুরের গাছা থানার দক্ষিণ কমলেশ্বর এলাকার মৃত হাজী জামালের ছেলে।