উপজেলা নির্বাচন সুষ্ঠু করাই কমিশনের লক্ষ্য: ইসি হাবিব

জাতীয় ডেস্ক

মার্চ ৩০, ২০২৪, ০৪:১৫ পিএম

উপজেলা নির্বাচন সুষ্ঠু করাই কমিশনের লক্ষ্য: ইসি হাবিব

উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও  উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করাই নির্বাচন কমিশনের লক্ষ্য বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান।

শনিবার (৩০ মার্চ) বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আহসান হাবিব খান বলেন, ‘অতীতের ভুলভ্রান্তি সংশোধন করে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সুন্দর ও উদাহরণমূলক নির্বাচন উপহার দিতে আলোচনা হয়েছে। সবাই নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছে অতীতে যতটা নির্বাচন করেছে, তার চেয়েও যেন আরও ভালো হয়। সবার সহযোগিতা পেলে একটি ভালো নির্বাচন উপহার দিতে পারবো।’

তিনি আরও বলেন, ‘উপজেলা নির্বাচনে প্রার্থী যত প্রভাবশালী হোক না কেন, নির্বাচনে আইনকানুন শতভাগ মেনে চলতে হবে। সরকার আমাদের ওপর আস্থাশীল। এরই মধ্যে বেশ কিছু নতুন আইন পাস হয়েছে। সাংবাদিকদের যদি কেউ হুমকি দেয় বা হামলা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শতভাগ নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেন ইসি মো. আহসান হাবিব খান।

প্রসঙ্গত, আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরিশাল সদর ও বাকেরগঞ্জ এবং পিরোজপুরের ৩ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

Link copied!