সুকৌশলে ভোট নিয়ে কথা না বলার পরিস্থিতি তৈরি করা হচ্ছে: তারেক রহমান

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২, ২০২৫, ০২:১৪ পিএম

সুকৌশলে ভোট নিয়ে কথা না বলার পরিস্থিতি তৈরি করা হচ্ছে: তারেক রহমান

ছবি: সংগৃহীত

সুকৌশলে দেশে এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে, যেন ভোট নিয়ে কেউ কথা না বলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার, ০২ মে দুপুরে জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।’ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার, সংবিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘সুকৌশলে দেশে এমন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, যেন নির্বাচন নিয়ে কথা বলা না যায়। চলমান সংস্কার করতে গিয়ে যদি নির্বাচনের দাবিকে অবজ্ঞা করা হয় তাহলে সংস্কারের কোনো মানে নেই। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনপলাতকদের পুনর্বাসন করতে সহায়তা করবে।’

তারেক রহমান বলেন, ‘করিডোরের বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে।’  

বাংলাদেশকে আর কেউ যেন তাবেদার রাষ্ট্র বানাতে না পারে সে লক্ষ্যে কাজ করা হবে বলেও জানান তারেক রহমান। 

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে সভায় জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারী চৌধুরী, বাংলাদেশ খেলাফত মসজিসের আমীর মাওলানা মামুনুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ বক্তব্য দেন। 

Link copied!