জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ১৫ জানুয়ারির মধ্যে দেয়ার দাবি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৫, ১১:৩২ এএম

জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ১৫ জানুয়ারির মধ্যে দেয়ার দাবি

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র যাতে না হয়, সে জন্য বিভিন্ন জায়গা থেকে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। এটি ১৫ জানুয়ারির মধ্যেই সরকারকে ঘোষণা করতে হবে বলে দাবি জানান তিনি। খবর সমকাল।

গতকাল শনিবার নগরীর ষোলশহরে ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন’র দাবিতে লিফলেট বিতরণ শেষে ও পথসভা কর্মসূচিতে তিনি সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান।  

আব্দুল হান্নান মাসুদ বলেন, ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে আমাদের পক্ষ থেকে সরকারকে একটা আল্টিমেটাম দেওয়া হয়েছে। তার আলোকে আমরা মাঠে মানুষের সঙ্গে কথা বলছি। আমরা মানুষের কাছ থেকে মেসেজ নিতে এসেছি, তারা আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন? আগামীর বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্ন কী, সেটা জানতে এসেছি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে তারা জীবন বাজি রেখে লড়াই করেছেন। গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে তারা কী ধরনের পরিবর্তন দেখতে চাচ্ছেন, সেটা আমরা জানতে এসেছি। তাদের চাওয়াটা যাতে আমরা জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করতে পারি, সে জন্য আমরা তাদের কাছ থেকে বিভিন্ন মেসেজ নিয়ে যাচ্ছি। যে মানুষগুলো আমাদের পাশে দাঁড়িয়ে লড়াই করেছেন, তাদের আগামীতেও আমরা পাশে চাচ্ছি, যাতে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতিতে কেউ বাধা হয়ে না দাঁড়ায়।

চট্টগ্রাম নগরীর ষোলশহর বিপ্লব উদ্যান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ শুরু হয়। নগরের প্রবর্তক মোড় ঘুরে ষোলশহর দুই নম্বর গেট মোড পর্যন্ত এলাকায় তারা লিফলেট বিতরণ করেন। এ সময় পথসভায় আব্দুল হান্নান মাসুদ সংক্ষিপ্ত বক্তব্য দেন। এতে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Link copied!