ড. ইউনূসের ২ বছরের বেশি ক্ষমতায় থাকা ঠিক হবে না: কাদের সিদ্দিকী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১০, ২০২৪, ০৮:৩৫ এএম

ড. ইউনূসের ২ বছরের বেশি ক্ষমতায় থাকা ঠিক হবে না: কাদের সিদ্দিকী

কাদের সিদ্দিকী

নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের দুই বছরের বেশি ক্ষমতায় থাকা ঠিক হবে বলে উল্লেখ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। ড. ইউনূসের ক্ষমতার লালসা নেই জানিয়ে তিনি বলেছেন, “একটা যৌক্তিক সময় পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন। আর এই সময়টা দুই বছরের বেশি নয়।”

শুক্রবার (৯ আগস্ট) রাতে টাঙ্গাইল শহরের নিজ বাসভবনে সোনার বাংলায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ধন্যবাদ জানান তিনি। কাদের সিদ্দিকী বলেন, “এই জয় শিক্ষার্থী ও জনতার। এটা বাংলাদেশের জয়। এটা বাংলাদেশে বিক্ষোভের। এটা কোনও দলের ও গোষ্ঠীর নয়।”

অতীতে ড. ইউনূসের সঙ্গে জুলুম করা হয়েছে উল্লেখ করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, “ইউনূসের সঙ্গে জলুম না করে আমরা যদি ইউনূসকে দেশের পক্ষে কাজে লাগাতে পারতাম তবে বাংলাদেশ আরও বেশি লাভবান হতো। আশা করছি, তিনি জনআকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবেন। এত অল্প সময়ে আমরা এমন বিপর্যয়, ধ্বংস ও জীবন হানি আমরা কখনও দেখিনি। এই দেশটা আওয়ামী লীগের না, বিএনপির না, জামায়াতেরও না। এই দেশ ১৮ কোটি মানুষের।”

ব্রিফিংয়ে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের নিন্দা জানান এবং সেটা দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার নির্দেশ দেন তিনি। এ ছাড়া সারাদেশে যে জ্বালাও-পোড়াও করে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে তারও নিন্দা জানান এবং তা গুটিয়ে আনা না হলে অত্যাচারীরা জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যাবে বলে মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, “ছাত্ররা যে আন্দোলন করেছে তা বিপথে পরিচালান করার জন্য স্বাধীনতার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে। এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নেওয়া হয়েছে। এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধেও নেওয়া হয়েছে। এজন্য আমি সাবধান করবো যারা আন্দোলন করে সফল হয়েছেন সফলতার পূর্বশর্তই হচ্ছে ন্যায়বিচার, অন্যের প্রতি সদাচরণ, বিনম্রতা। আমি আশা করবো, এই সরকার বঙ্গবন্ধুর বাসভবনে যারা আগুন দিয়েছেন সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচার করবেন।”

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বলেন, “সঠিক বিচার না করলে এই সরকারকেও জবাবদিহি করতে হবে। বঙ্গবন্ধু এ দেশের সম্পদ, এ দেশের সন্মান তার স্ট্যাচু এই ভাবে ভাঙার কোনও মানে হয় না। এটা যদি আন্দোলনকারীরা ভেঙে থাকে, আন্দোলনের পক্ষের লোকেরা ভেঙে থাকেন তবে তাদের জবাবদিহি করতে হবে। এই সরকার এদেশের দুর্নীতি একেবারে শেষ করতে পারবেন না। তবে দুর্নীতির গলা চেয়ে না ধরতে পারেন তবে তাদের প্রতিও এ দেশের মানুষের আস্থা থাকবে না।”

Link copied!