দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

ভবিষ্যতের জন্য অনুকরণীয় ভোট আয়োজন করতে চায় ইসি

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১, ২০২৪, ১১:০৬ এএম

ভবিষ্যতের জন্য অনুকরণীয় ভোট আয়োজন করতে চায় ইসি

ফাইল ছবি

ভবিষ্যতের জন্য অনুকরণীয় ভোট আয়োজন করতে চান বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।

সোমবার (১ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেন। 

তিনি বলেন, ‘নির্বাচনটা ভবিষ্যতের প্রজন্মের জন্য, ভবিষ্যতে যারা নির্বাচন কন্ডাক্ট করবে তাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় এবং মনে রাখার বিষয়বস্তু হয়।’ 

ভোটে অংশ নেয়া প্রার্থীদের উচ্চবংশের ও মেধাবী উল্লেখ করে এই কমিশনার বলেন, ‘তবুও কিন্তু পথে ঘাটে; নির্বাচনের মাঠে অনেক প্রকারের ঘটনা ঘটে যা মোটেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটে কিছু অতি উৎসাহী কর্মী, পথভ্রষ্ট কর্মী এবং সন্ত্রাসী.. আমরা জানি অনেক সময় বাশের চেয়ে কঞ্চি শক্ত হয় অথবা সূর্যের চেয়ে বালুকণা গরম হয়। ঠিক তেমনি ঘটনা ঘটে। এই অপরাধ দমন করার জন্য আপনারা মাঠে থাকবেন।’

বর্তমান কমিশন অবাধ ও সুষ্ঠু ভোট চায় উল্লেখ করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে ইসি রাশেদা বলেন, ‘আমরা কমিশন চাচ্ছি এবার ভোট টা অবাধ, সুষ্ঠু ও নিরেপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। যেখানে ভোটাররা আসবে, তাদের অত্যন্ত মূল্যবান অধিকার; এই অধিকার প্রয়োগ করে তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিবে। এই জায়গায় আপনাদের সহযোগিতা চাই। সামান্যতম অপরাধ যারা করবে তাদের প্রতি আপনারা কখনোই ক্ষমাশীল হবেন না।’

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

Link copied!