নাইক্ষ্যংছড়ি-বান্দরবান সীমান্তে উত্তেজনা

মিয়ানমারে ‘বড় ধরনের ঘটনা’ ঘটার আশঙ্কা

জাতীয় ডেস্ক

মার্চ ১৫, ২০২৪, ০৩:৩২ পিএম

মিয়ানমারে ‘বড় ধরনের ঘটনা’ ঘটার আশঙ্কা

প্রতীকী ছবি

নাইক্ষ্যংছড়ি-বান্দরবান সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে গতকাল বৃহস্পতিবার শুধু দুই-একটি হালকা অস্ত্র ও গোলাগুলির শব্দ শোনা গেছে।

সীমান্ত এলাকার বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দীর্ঘ অভিজ্ঞতার আলোকে ধারণা করা যাচ্ছে যে থমথমে অবস্থার পরে বড় ধরনের ঘটনা ঘটে থাকে। ওপারের প্রকৃত অবস্থা উপলব্ধি করা সম্ভব নয় বলে তারা ‘বড় ধরনের ঘটনা’ ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন।

সীমান্তের একটি সূত্র জানায়, টানা দেড় মাসের যুদ্ধে মিয়ানমার সীমান্তের ১ নম্বর সেক্টরে হামলা করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

তবে ২ নম্বর সেক্টরের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যরা এখনও কিছুটা নিরাপদে নিজেদের ক্যাম্পে অবস্থান করছেন বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি এলাকাটি আন্তর্জাতিক পিলার ৪৮-৫২ নম্বর পর্যন্ত বিস্তৃত। এর ওপারে ২ নম্বর সেক্টরে পাঁচ শতাধিক বিজিপির অবস্থান। এই সেক্টর আক্রান্ত হলে সেদিক থেকে আশ্রয়ের খোঁজে বাংলাদেশে আসার দৃশ্য দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

Link copied!