বিদেশি শক্তি ক্ষমতায় বসায়নি; জনগণের ভোটে নির্বাচিত হয়েছি : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৭, ২০২৪, ০৬:৫২ পিএম

বিদেশি শক্তি ক্ষমতায় বসায়নি; জনগণের ভোটে নির্বাচিত হয়েছি : ওবায়দুল কাদের

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আমাদের বিদেশি শক্তি ক্ষমতায় বসায়নি। জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। এই সরকার জনগণের সরকার, নির্বাচিত সরকার।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত শান্তি ও গণতন্ত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি বিদেশিদের ভয় দেখাচ্ছে আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা আনতে চায় ভিসা নীতি আনতে চায়। ৪১.৮ শতাংশ লোকের ভোটারের ভোটে সরকার গঠিত হয়েছে, যেখানে ২৮ দল অংশ নিয়েছে। চীন বা রাশিয়া আমাদের বন্ধু হতে পারে। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না।

তিনি আরও বলেন, আমরা জনগণের সংকট জানি সামনে রমজান আওয়ামী লীগ সরকার দ্রব্যমূল্য কমাতে কাজ করে যাচ্ছে। দেশের মানুষ কষ্ট পায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে, প্রধানমন্ত্রী সেটা বোঝেন এবং তিনি এই বিষয়ে কাজ করে যাচ্ছেন।

এ সময় ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের খেলা শেষ, এখন খেলা রাজনীতির। ৩০ তারিখ আবার কালো পতাকা মিছিল। সে দিন আপনারা লাল-সবুজের পতাকা নিয়ে গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন সমাবেশ করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোথায় অক্টোবরের ২৮ তারিখ? সময় ঠিক এরকম। কোথায় ছিলেন এতদিন গয়েশ্বর? বলেছিলেন, অলিগলি খুঁজে পাব না, কে পালিয়েছে? অলিগলি খুঁজে পাননি। এক দোকানে গিয়ে বলছেন, আওয়ামী লীগের গুন্ডারা আমাকে খুঁজছে। সেই দোকানদার বলে আমিও আওয়ামী লীগ। যাবে কোথায়? দেখতে দেখতে ১৫ বছর। সামনে আরও ৫ বছর। মানুষ বাঁচে কয় বছর? কবে হবে আন্দোলন? রোজার আগে না রোজার পর?

বিএনপি হতাশ উল্লেখ করে কাদের বলেন, তারা আবার মাঠে নেমেছে। আন্দোলন করে তারা ভুয়া হয়ে গেছে। এই আন্দোলনে পাবলিক সাড়া দেয় না। অবরোধ ডাকে কেউ শুনে না, হরতালে রাস্তায় যানজট। বিএনপির অবরোধ, হরতাল ভুয়া। বিএনপি মানেই হচ্ছে ভুয়া।

Link copied!