দোষী যেই হোক, তাকে বাঁচাবে না সরকার: ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৪, ২০২৪, ১২:৩৯ পিএম

দোষী যেই হোক, তাকে বাঁচাবে না সরকার: ওবায়দুল কাদের

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

দোষী হলে, সাবেক আইজিপি বা সেনাপ্রধান যেই হোক, সরকার তাকে বাঁচাতে যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৪ মে) সকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কথা হচ্ছে, ব্যক্তি অপরাধ করতে পারে, কথা হচ্ছে সরকার প্রটেকশন দিচ্ছে কিনা। শেখ হাসিনা সরকারের এখানে জিরো টলারেন্স। অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে
- ওবায়দুল কাদের
সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ
এবং মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিচার বিভাগ, দুদক স্বাধীন। সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রটেক্ট করতে যাবো না। সেখানে কোনো সাবেক আইজিপি বা কোনো সাবেক সেনাপ্রধান, সরকারের কাউকে প্রটেকশন দেওয়ার বিষয় নেই।”

দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে সরকারের এই অবস্থানের কথা জানান দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, “বিষয়টি দেখতে হবে, কোনো ব্যক্তি যত প্রভাবশালী হোক, অপরাধ করতে পারে। প্রশ্ন থেকে যায়, সরকার অপরাধের শাস্তি দেওয়ার ব্যাপারে সৎ সাহস দেখিয়েছে কিনা। শেখ হাসিনা সরকারের সে সৎ সাহস আছে। কেউ পারবে না।”

বুয়েট ছাত্র আবরার হত্যাকাণ্ডে যাদের দণ্ড হয়েছে তাদের সবাই ছাত্রলীগের উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, “সরকার তাদের প্রটেকশন দিতে যায়নি। বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যাদের ফাঁসি হয়েছিল, তাদের সরকার প্রটেকশন দিতে যায়নি। কথা হচ্ছে, ব্যক্তি অপরাধ করতে পারে, কথা হচ্ছে সরকার প্রটেকশন দিচ্ছে কিনা। শেখ হাসিনা সরকারের এখানে জিরো টলারেন্স। অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে।”

Link copied!