নিষিদ্ধ ঘোষণা করে সংবিধান লঙ্ঘন করেছে সরকার: জামায়াত

জাতীয় ডেস্ক

আগস্ট ১, ২০২৪, ০৭:১৯ পিএম

নিষিদ্ধ ঘোষণা করে সংবিধান লঙ্ঘন করেছে সরকার: জামায়াত

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান/ছবি: সংগৃহীত

সরকার ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ ও ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’ কে নিষিদ্ধ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

শফিকুর রহমান বলেন, “সরকার ছাত্রদের অরাজনৈতিক আন্দোলন দমন করার জন্য দেশে দলীয় ক্যাডার ও রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গণহত্যা চালায়। সরকারের এই গণহত্যার বিরুদ্ধে দেশের শিক্ষকসমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে যাচ্ছে। বিশ্বসম্প্রদায় এই গণহত্যার নিন্দা জানিয়েছে। সরকার নিজেদের অপকর্ম ঢাকার জন্য ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ ও ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’কে নির্বাহী আদেশ বলে নিষিদ্ধ ঘোষণা করে চলমান আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে চাচ্ছে।”

সরকার নিষিদ্ধ ঘোষণা করলেই জামায়াতে ইসলামীর মূল কাজ ইসলামের দাওয়াত, মানুষের চরিত্র সংশোধন ও ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার কাজ কখনও বন্ধ হবে না বলে উল্লেখ করেন শফিকুর রহমান।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সবস্তরের জনশক্তিকে ধৈর্য্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাচ্ছি।”

জামায়াত আমির বিবৃতিতে আরও বলেন, “সরকার বিভিন্ন অঘটন ঘটিয়ে জামায়াতের ওপর দোষ চাপানোর চেষ্টা চালাতে পারে। এ ব্যাপারে দেশবাসী সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারের পাতা ফাঁদে পা দেওয়া যাবে না।”

জামায়াতের আমির তার দল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে সাংবিধানিক সিদ্ধান্তের বিরুদ্ধে নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Link copied!