জিয়া-এরশাদ-খালেদার আমলে ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক ছিল: ওবায়দুল কাদের

জাতীয় ডেস্ক

জুন ২০, ২০২৪, ০২:৪৭ পিএম

জিয়া-এরশাদ-খালেদার আমলে ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক ছিল: ওবায়দুল কাদের

সভায় ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ ও খালেদা জিয়ার আমলে ভারতের সঙ্গে সম্পর্ক বৈরী ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি উপলক্ষে আয়োজিত যৌথ সভায় এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করে দেশের ক্ষতি করেছে বিএনপি। তারা পারস্পরিক সম্পর্কে সংশয় ও অবিশ্বাসের দেয়াল সৃষ্টি করেছিলেন। খালেদা জিয়া ভারতের সঙ্গে বৈরিতা করে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন।”

এ সময় ভারত দীর্ঘদিনের সীমান্ত সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “ভারত পার্লামেন্টে সর্বসম্মতভাবে সীমান্ত সমস্যা সমাধানের সিদ্ধান্ত নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্যোগ নিয়েছেন।”

তিনি আরও বলেন, “জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারও সঙ্গে সম্পর্ক রাখবো না।”

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, “হীরকজয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভাসহ ১০ দফা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। এই উপলক্ষে রাজধানীতে শুক্রবার বিকেল তিনটায় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।”

সভায় সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে সেতুমন্ত্রী বলেন, “সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বহু মানুষ পানিবন্দী অবস্থায় আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত বন্যা পরিস্থিতির খোঁজ নিচ্ছেন। দলের নেতাকর্মীদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। দুর্যোগ প্রতিমন্ত্রী বন্যাকবলিত এলাকা পরিদর্শন করছেন। ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।”

Link copied!