এ বছরের জুলাই-আগস্টে নির্বাচন আয়োজন সম্ভব: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৫, ০১:০৯ পিএম

এ বছরের জুলাই-আগস্টে নির্বাচন আয়োজন সম্ভব: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

‘নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেয়ার পর এ বছরের জুলাই-আগস্টে নির্বাচন আয়োজন সম্ভব’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার, ১৪ জানুয়ারি সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। 

সেখানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি মনে করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন করার প্রয়োজন নেই। এর ফলে জাতীয় নির্বাচনের আরও দেরি হবে।

‘ভোট বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই’ উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভোট যতই বিলম্বিত হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে।’  

নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট-ট্যাক্স ও গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এর ফলে জনদুর্ভোগ বাড়বে।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের জন্য ভোটার তালিকা এক মাসের মধ্যে করা সম্ভব। জাতীয় সংসদ নির্বাচন এ বছরের মাঝামাঝিতে করা সম্ভব উল্লেখ করে দ্রুত নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রশ্নই আসে না।

তড়িঘড়ি করে ফ্যাসিবাদের বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হবে জানিয়ে তিনি বলেন, যে বিচার শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে।

সীমান্ত ইস্যুতে সরকারের শক্ত অবস্থানের প্রশংসা করে বিএনপি মহাসচিব দলের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদও জানিয়েছেন।

Link copied!