জানুয়ারি ১২, ২০২৪, ১২:২০ এএম
নতুন মন্ত্রিসভায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনে বিজয়ী জাহাঙ্গীর কবির নানক।
বঙ্গভবনে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এদিন প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ানো হয়।
বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়ে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
২০০৮ সালের নির্বাচনে জাহাঙ্গীর কবির নানক প্রথমবারের মতো এমপি হয়েছিলেন মোহাম্মদপুর আসন (ঢাকা-১৩) থেকে। ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
সবশেষ এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন গোলাম দস্তগীর গাজী।