সমাবেশে ২ বার অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির, বসেই চালিয়ে গেলেন বক্তৃতা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৯, ২০২৫, ০৫:৪৯ পিএম

সমাবেশে ২ বার অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির, বসেই চালিয়ে গেলেন বক্তৃতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দুইবার অসুস্থ হয়ে পড়েন। তবে মঞ্চে বসে থেকেই তিনি বক্তব্য শেষ করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বক্তব্য চলাকালীন হঠাৎ মঞ্চেই লুটিয়ে পড়েন শফিকুর রহমান। কিছুক্ষণের মধ্যে উঠে দাঁড়িয়ে বক্তব্য চালিয়ে যান, তবে এক-দু মিনিটের মধ্যেই আবারও পড়ে যান। এরপর চিকিৎসকরা মঞ্চেই তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি বক্তব্য থামাননি। বসা অবস্থায় তিনি বলেন, “আমরা যদি বাংলাদেশ পরিচালনার সুযোগ পাই, তবে প্রভু নয়, আপনাদের সেবক হয়ে কাজ করব।

দলটির নেতারা জানান, শফিকুর রহমান আগে থেকেই কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। তবু সমাবেশের গুরুত্বের কথা মাথায় রেখে তিনি নিজেই উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত নেন।

দলের দীর্ঘদিনের সাংগঠনিক নিষেধাজ্ঞা ও আইনি জটিলতার পর এটি ছিল জামায়াতে ইসলামীর পুনরায় রাজনৈতিক ময়দানে সক্রিয় হওয়ার অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ সমাবেশ। যেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Link copied!