ছবি: সংগৃহীত
কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপি তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। যারা ভোট বানচালের চেষ্টা করছে তারা আওয়ামী লীগের দোসর বলেও মনে করেন তারা।
বৃহস্পতিবার, ২৮ আগস্ট রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা।
এ সময় বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ দাবি করেন, জামায়াতের একমাত্র উদ্দেশ্য বিএনপি ঠেকানো।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ জানান, অনির্বাচিত কেউ সংবিধান প্রণয়ন করতে পারে না, নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান সংশোধন করবে। নানা ইস্যু তৈরি করে একটি মহল ভোট বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ তার।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘তারা ইতিমধ্যেই উপলব্ধি করেছে, এই নির্বাচনে তাদের কোনো সুযোগ নেই, জনগণ তাদেরকে ভোট দেবে না। তাদের এখন একমাত্র চেষ্টা হলো বিএনপি ঠেকাও, বিএনপি যেন রাষ্ট্রক্ষমতায় না আসতে পারে। সুতরাং নির্বাচন আর দরকার নেই। নির্বাচনকে বিলম্বিত করতে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদেরও সাবধান হতে হবে। আওয়ামী লীগ যা যা করেছে, আমরা বিএনপির নেতা-কর্মীরা যদি একই কাজ করি আমাদের পরিণতিও কিন্তু আওয়ামী লীগের মতো হবে।’
একই অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুক জানান, নির্বাচন ঠেকানোর কথা যারা বলেন তাদের সেই ক্ষমতা নেই। জনগণই তাদের প্রতিহত করবে।
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘এখন নতুন করে আবার নির্বাচনকে বানচাল করার কোনো হীন প্রচেষ্টা করে থাকে, আমরা এখনও বেঁচে আছি। ছাত্র জনতার বিপ্লবকে সমর্থন দিয়ে আজকে এই পর্যায়ে এনে আবার যদি আরেকটি নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করেন, তাহলে আপনাদেরকে আমি মনে করব, আপনারা আওয়ামী লীগের দোসর।’
আলাদা অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, গণঅভ্যুত্থানের পর মানুষের মধ্যে যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা যে রাজনৈতিক দলগুলো বুঝতে না পারবে, তাদের কোনো ভবিষ্যৎ নেই।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সবার মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না? যে সব রাজনৈতিক ব্যক্তি, যে সব রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই।’
রাজনীতি ও অর্থনীতিতে সবাই যেন সমানভাবে অংশগ্রহণ করতে পারে, সেজন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা অত্যন্ত জরুরি বলেও মত দেন বিএনপি নেতারা।