জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৮, ২০২৪, ০৭:২৩ পিএম

জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা জিএম কাদের

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদে পার্লামেন্টারি পার্টির নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচিত করেছে জাতীয় পার্টি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির নেতা নির্বাচিত হয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। পার্লামেন্টারি পার্টির উপনেতা নির্বাচিত হয়েছেন দলটির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং চিফ হুইপ হয়েছেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা লক্ষ্য করেছি, বেশ কিছু গণমাধ্যম তাদের সংবাদে জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির নেতাদের বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ হিসেবে উল্লেখ করেছেন। আসলে এটি ভুল ও তথ্য বিভ্রাট। উল্লেখ্য,  বিরোধী দলীয় নেতা,  উপনেতা এবং চিফ হুইপ এর নাম ঘোষণা করার এখতিয়ার মাননীয় স্পিকারের।

এর আগে দুপুরে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে পার্লামেন্টারি পার্টির নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মাত্র ১১টি আসনে জয়লাভ করে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২টি আসন। বিরোধী দল হতে হলে ন্যূনতম কতজন সংসদ সদস্য থাকতে হবে, সে বিষয়ে কোনো আইন নেই। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতেও এমন কিছু উল্লেখ নেই। স্বতন্ত্র প্রার্থীরা মিলে যদি দল গঠন করেন তাহলে দ্বাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে গণ্য হবেন। আর তারা দল না হলে জাতীয় পার্টিই প্রধান বিরোধী দল হবে।

আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই অধিবেশনেই সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। আর ৩০ জানুয়ারির আগেই বিরোধী দল কারা হচ্ছেন জানা যাবে। 

Link copied!