আগস্ট ২১, ২০২৪, ০৯:২৯ পিএম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
বুধবার সন্ধ্যা সাতটার দিকে হাসপাতাল থেকে রওনা হয়ে রাত আটটা ২২মিনিট রাজধানীর গুলশানে নিজ বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। বিষয়টি তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ১২দিন পর গুলশানের বাসায় ফিরেছেন ম্যাডাম।”
বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি। উন্নত চিকিতসার জন্য তাকে বিদেশে নেওয়া হবে।
সন্ধ্যা সাতটার দিকে এভারকেয়ার হাসপাতালে থেকে পাজেরো জিপযোগে নিজের বাসার উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন। সড়কের দুই ধারে হাজারো নেতাকর্মী করতালি ও স্লোগান দিয়ে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানায়। যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িকে কর্ডন করে (সম্মানসূচক বেষ্টণী) গুলশানের বাসায় নিয়ে আসে।
এর আগে গত ৯ জুলাই ভোর চারটা ২০ মিনিট বাসা থেকে হাসপাতাল নেওয়া হয় খালেদা জিয়াকে। তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, “হঠাৎ শারীরিক দুর্বলতা অনুভব করায় মধ্যরাতেই তাকে গুলশানের বাসা থেকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে রক্তের প্রয়োজন।
সবশেষ গত ২২ জুন রাতে হঠাৎ অসুস্থ হলে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ১১ দিন চিকিৎসা নেওয়ার পর ২ জুলাই বাসায় ফেরেন তিনি। বাসায় ফেরার পাঁচদিনের ব্যবধানে আবারও খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।