পাতানো নির্বাচনে আওয়ামী লীগের অনেকেই ভোট দিতে যায়নি: মঈন খান

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৭, ২০২৪, ০১:৪৭ পিএম

পাতানো নির্বাচনে আওয়ামী লীগের অনেকেই ভোট দিতে যায়নি: মঈন খান

আমরা জনগণকে ভোট বর্জন করতে বলেছি। তারা এর যথার্থতা উপলব্ধি করে এই নির্বাচন বর্জন করেছে, আমরা তাদের স্যালুট (অভিবাদন) জানাই।

তিনি বলেন,  পাতানো নির্বাচনে আওয়ামী লীগের অনেকেই ভোট দিতে যায়নি। আওয়ামী লীগের ভোটাররা জানেন, তাঁদের প্রার্থী বিজয়ী হয়ে গেছেন। এখন খামোখা ভোটকেন্দ্রে যাবেন কেন। সেই কারণে আজকে ভোটকেন্দ্রে ভোটারশূন্য অথবা নগণ্যসংখ্যক ভোটার দেখা গেছে।

রবিবার দুপুরে গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান মঈন খান।

বিএনপি নেতা মঈন খান বলেন, বিশ্বের মানুষ দেখছে, দেশের মানুষ দেখছে, এই নির্বাচন বাংলাদেশের মানুষ বর্জন করেছে। তিনি বলেন, ‘আজকে শুধু বিএনপির পক্ষ থেকে নয়, আমরা যারা এই প্রহসনের নির্বাচনকে বর্জন করেছি, তাদের সবার পক্ষ থেকে আমি বাংলাদেশের মানুষকে স্যালুট জানাব। একটি মাত্র কারণে যে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রশ্নে কোনো দিন আপস করেনি।’

মঈন খান বলেন, আজকে যদি নির্বাচন কমিশন বিশাল প্রেস কনফারেন্স করে বলে ৯৮ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে, তার প্রতিবাদ করার কোনো রাস্তা বাংলাদেশে আছে? তারা যেটা বলবে, সরকার যেটা বলে, সেটাই নাকি সত্য।

এই পাতানো নির্বাচনে আওয়ামী লীগের লোকেরাও ভোট দিতে যাননি বলে উল্লেখ করেন মঈন খান। তিনি বলেন, আওয়ামী লীগের ভোটাররা জানেন, তাঁদের প্রার্থী বিজয়ী হয়ে গেছেন। এখন খামোখা ভোটকেন্দ্রে যাবেন কেন। সেই কারণে আজকে ভোটকেন্দ্রে ভোটারশূন্য অথবা নগণ্যসংখ্যক ভোটার দেখা গেছে।

Link copied!