রাজশাহী সেনানিবাস

দেশের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী যোগ্য হয়ে উঠুক : প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২, ২০২৪, ১১:৫৫ এএম

দেশের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী যোগ্য হয়ে উঠুক : প্রধানমন্ত্রী

ছবি: বাংলাদেশের টেলিভিশন

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের তৃতীয় তোর পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী সেনানিবাসে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন  প্রধানমন্ত্রী। এর আগে রাজশাহীর উদ্দেশে সকাল সাড়ে ৯টায় ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, "দেশের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী যোগ্য হয়ে উঠুক, সেটিই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।"

তিনি বলেন, "আমি মনে করি আমাদের সশত্র বাহিনী যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করছে।

প্রধানমন্ত্রী  ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী প্রাকৃতিক দূর্যোগ থেকে শুরু করে যেকোন ক্ষেত্রেই আমাদের জনগনের পাশে দাঁড়ায়।"

তিনি বলেন, বঙ্গবন্ধুর ১৯৭৪ সালের প্রতিরক্ষা নীতিমালার ভিত্তিতে আওয়ামী লীগ সরকারে আসার পর ফোর্সেস গোল ২০৩০ এবং প্রতিরক্ষা নীতিমালা ২০১৮ প্রণয়ন করেছি
এসময় আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করার কথা জানান শেখ হাসিনা। জ্যেষ্ঠ সেনাকর্মকর্তাদের নিজেদের অভিজ্ঞতা অধস্তন কর্মকর্তাদের সঙ্গে বিনিময়ের মাধ্যমে আরও দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। 

Link copied!