সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে কেন্দ্র করে গণভবনে প্রবেশ করেছে ছাত্র-জনতা।
সোমবার (৫ আগস্ট) বিকেল তিনটার দিকে আন্দোলনকারী ছাত্র-জনতা মিছিল সহকারে গণভবনে প্রবেশ করতে থাকেন। তাদের সবার চোখেমুখে ছিল উল্লাসের ছাপ।
এ সময় আন্দোলনকারীদের লুটপাট ও ভাঙচুর করতেও দেখা গেছে। অনেকের হাতে গণভবনের বিভিন্ন জিনিসপত্রও দেখা গেছে।
এর অগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র দাবির পরিপ্রেক্ষিতে হেলিকপ্টারযোগে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। সূত্র জানায়, হেলিকপ্টারে করে তারা ভারতের পশ্চিমবঙ্গের দিকে যাত্রা করেছেন।