শপথ নিতে বঙ্গভবনে আসছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১১, ২০২৪, ০৬:৩৩ পিএম

শপথ নিতে বঙ্গভবনে আসছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

সরকারের মন্ত্রীদের শপথের মধ্য দিয়ে বঙ্গভবনে নতুন মন্ত্রীসভার অভিষেক আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি)। সেই মহাযজ্ঞের অংশ হতে একে একে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

বিকেল থেকেই বঙ্গভবনে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়ি প্রবেশ করতে দেখা যায়।

সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

* প্রধানমন্ত্রীর প্রবেশের পর পরই শুরু হবে শপথ গ্ৰহণের আনুষ্ঠানিকতা।

* সন্ধ্যা সাতটায় তিন ধাপে শুরু হবে শপথ।

* প্রথম ধাপে শপথ নিবেন প্রধান মন্ত্রী

* দ্বিতীয় ধাপে শপথ নিবেন পূর্ণ মন্ত্রী

* তৃতীয় ধাপে প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।  

এদিন নিরাপত্তার খাতিরে গণমাধ্যমকে সরিয়ে দেওয়া হয়েছে বঙ্গবভবনের দ্বারপ্রান্ত থেকে।

বড় ধরনের পরিবর্তন এসেছে নতুন মন্ত্রিসভায়।প্রথমবারের মতো যুক্ত হলেন ১৪ জন। স্থান পাননি বিদায়ী মন্ত্রিসভার অনেকেই।

নতুন সরকার গঠনে ইতিমধ্যে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৩৭ জনে।

এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী। আর ১১ জন প্রতিমন্ত্রী। দুপুরে নতুন সরকারের ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন।

Link copied!