প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন নিয়ে রোডম্যাপ না থাকায় হতাশ মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৬, ২০২৪, ০৩:০০ পিএম

প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন নিয়ে রোডম্যাপ না থাকায় হতাশ মির্জা ফখরুল

সোমবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

জাতির উদ্দেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে নির্বাচন নিয়ে কোনও রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমালোচনা করেছেন, ড. মুহাম্মদ ইউনূস তার ভাষণে যেসব সংস্কারের কথা বলেছেন, সেগুলো স্বল্প সময়ে করা সম্ভবপর নয়।

সোমবার (২৬ আগস্ট) সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলের প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এই নিয়ে তৃতীয় দিনের মতো ড. ইউনূস সরকারের সংস্কার নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি মহাসচিব।

নির্বাচন নিয়ে রাজনৈতিক সংলাপের দাবি তুলে মির্জা ফখরুল ইসলামের মন্তব্য, আমি এখনও ধোঁয়াশায় (আছি), যে অবস্থাটা সেটা আমার কাছে স্পষ্ট হয়নি। আমরা আশা করেছিলাম যে, প্রধান উপদেষ্টা মহোদয়, তিনি একটা (নির্বাচনের) রোডম্যাপ দেবেন। সেই রোডম্যাপ ‘ট্রানজিশন টু ডেমোক্রেসি’, এটা তার বক্তব্যের মধ্যে আমরা পাইনি।

আরও পড়ুন: আমাদের কাজ করতে না দিলে দুঃখ ঘোচানোর পথ বন্ধ হয়ে যাবে : ড. ইউনূস

মির্জা ফখরুল বলেন, “আগের দিন জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনূস তার সরকারের যে কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন, রিফর্মসের কথা বলেছেন, সেগুলো কোনও কোনও বিষয়, সেটারও কিছু কিছু তিনি আভাস দিয়েছেন, আমি জানি, সেগুলো এই অল্প সময়ের মধ্যে সম্ভব নয়।”

নির্বাচন রাজনৈতিক সিদ্ধান্ত বলে ইউনূসের বক্তব্যের প্রশংসা করে তিনি মন্তব্য করেন, “ড. ইউনূস সঠিক বলেছেন। অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে। এই রাজনৈতিক সিদ্ধান্তের জন্য তো রাজনৈতিক নেতা, দল ও ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করবো, আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়ার দিকে খুব দ্রুত যাবেন।”

Link copied!