১০ হাজারের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৬, ২০২৩, ০৩:৩২ পিএম

১০ হাজারের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দশ হাজার তিনশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা নির্বাচন কমিশনকে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত চিঠি ইসিতে পাঠানো হয় বলে জানা গেছে।

ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ও যে কোন ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে ইতোমধ্যে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আনসার ব্যাটেলিয়নকে মাঠে নামিয়েছে কমিশন। আর ভোটের মাঠে শুক্রবার থেকে মাঠে নামছে সেনাবাহিনী।

ইসির তথ্য অনযায়ী, দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।এর মধ্যে নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন। ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ৩০০টি নির্বাচনী এলাকার প্রতিটি ভোটকেন্দ্রে ১৫-১৭ নিরাপত্তা সদস্যের একটি দল মোতায়েন করা হবে।

মেট্রোপলিটন এলাকার বাইরে অস্ত্রধারী দুইজন পুলিশ, অস্ত্রধারী একজন আনসার, অস্ত্র বা লাঠিধারী একজন আনসার, ১০ জন আনসার, লাঠি হাতে একজন বা দুইজন গ্রামপুলিশ সদস্যসহ ১৫-১৬ জনের একটি দল সব সাধারণ ভোটকেন্দ্রের নিরাপত্তা দেবে।

মেট্রোপলিটন এলাকার ভেতরের সব ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবে ১৫ সদস্যের একটি নিরাপত্তা দল। যার মধ্যে অস্ত্রধারী তিনজন পুলিশ সদস্য, অস্ত্রধারী একজন আনসার, অস্ত্র বা লাঠিধারী আরেকজন আনসার এবং ১০ জন আনসার সদস্যের দল প্রতি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবে।

তবে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হলে ১৬ সদস্যের একটি নিরাপত্তা দল পাহারা দেবে এবং অস্ত্রধারী পুলিশ সদস্য সংখ্যা তিনজনের পরিবর্তে চারজন হবে।

এবারের নির্বাচনে মোট ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।

Link copied!