ইসির অনুমোদন সাপেক্ষে সীমিত পরিসরে চলবে মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৪, ২০২৪, ১২:৪২ পিএম

ইসির  অনুমোদন সাপেক্ষে সীমিত পরিসরে চলবে মোটরসাইকেল

সংগৃহীত ছবি

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের জন্য নির্ধারিত কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ৬ জানুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে থেকে ৭ জানুয়ারি দিনগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে। আর ৫ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত ৪৮ ঘণ্টা মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে নির্বাচনি কাজে নিয়োজিত সাংবাদিক এবং পর্যবেক্ষকদের জন্য জরুরী কাজে রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদন সাপেক্ষে মোটরসাইকেল চলাচল করতে পারবে। এছাড়া নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা -কর্মচারীরা মোটর সাইকেল ব্যবহার করতে পারবেন । এছাড়া প্রার্থী এবং তাদের এজেন্টদের জন্য একটা করে গাড়ি ( জিপ , প্রাইভেট কার,মাইক্রোবাস) রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে নির্বাচনী স্টিকার প্রদর্শন করে চলাচলের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ২ জানুয়ারী আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান বলেন, যানবাহনের ক্ষেত্রে শিথিলতা খানিকটা কমানো হয়েছে । প্রাইভেট কার , সিএনজি,বাস,অটো চলবে তবে বন্ধ থাকবে মোটরসাইকেল,মাইক্রোবাস, নৌপরিবহন মন্ত্রণালয় থেকে স্পিড বোট বন্ধ থাকে । বাকি সব রেগুলার যানবাহন চলবে ।

ভোটারদের সুবিধার্থে নির্বাচন কমিশন থেকে এবার বেশ কিছু নিয়ম শিথিল করা হয়েছে । ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন এজন্য নিয়মিত কিছু যানবাহন চালু রাখা হবে ।

Link copied!