প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এর আগে তিনি কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করে আসছিলেন।
সোমবার (১৪ অক্টোবর) সেনাবাহিনীর বেশ কয়েকটি পদে রদবদল আনা হয়। ডিজিএফআইয়ের ডিজির দায়িত্ব সামলে আসা মেজর জেনারেল ফয়জুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে।
ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করে আসছিলেন।
সম্প্রতি কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে বন্যার সময় উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণে নেতৃত্ব দেন জাহাঙ্গীর আলম। সে সময় বন্যায় আটকে পড়া ১০ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন : সেনাবাহিনীতে বড় রদবদল