দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় এবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নতুন সকারের নতুন ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
দুই দফায় আইসিটি বিভাগের দায়িত্ব পালন করে আসছিলেন নাটোর-৩ আসনের (সিংড়া) সংসদ সদস্য পলক। নির্বাচনকালীন সরকারের সময়ে টেকনোক্র্যাট কোটায় নিয়োগ পাওয়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বারের নিয়োগের অবসান হলে তাকে এ বিভাগেরও দায়িত্ব দেওয়া হয়।
জুনাইদ আহমেদ পলক ১৯৮০ সালের ১৭ মে নাটোর জেলার সিংড়া উপজেলার সেরকোল তেলিগ্রাম এ জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ফয়েজ উদ্দিন এবং মায়ের নাম জামিলা আহমেদ।
তিনি ১৯৯৫ সালে সিংড়া দমদমা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯৭ সালে রাজশাহী ওল্ড ডিগ্রি কলেজ (বর্তমানে রাজশাহী কলেজ নামে পরিচিত) থেকে এইচএসসি পাস করেন।
পরে ঢাকা কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল এল বি ডিগ্রি অর্জন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন।
শেখ হাসিনার নতুন সরকারে মোস্তফা জব্বারকে রাখা হয়নি। ফলে আগে যেখানে ডাক ও টেলিযোগাযোগে পূর্ণ মন্ত্রী ছিলেন মোস্তাফা জব্বার এখন প্রতিমন্ত্রী হিসেবেই ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় একসাথে সামলাবেন পলক।
একাদশ সংসদে পলক ছিলেন সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। ওই নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই বড় জয় নিয়ে মন্ত্রিসভায় জায়গা করে নেন পলক। প্রতিমন্ত্রী হিসেবে পলক সফলভাবে দায়িত্ব পালন করায় এবার তার কাজের পরিধি আরও বিস্তৃত হলো।