বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (১৫ এপ্রিল) ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কারাগারে অন্তরীণ নেতাকর্মীর সংখ্যা নিয়ে মিথ্যাচারের অভিযোগ তোলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ছিল (কারাবন্দী) ২০ হাজার এখন সেটা ৬০ লাখ হলো কি করে? ৬০ লাখ বন্দীর তালিকা অবিলম্বে প্রকাশ করুক। না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে।’
সংবাদ সম্মেলনে দেশের স্বাধীনতার চেতনাকে ধ্বংসের জন্য বিএনপির জন্ম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘তারা বাংলাদেশের অস্তিত্বের মূলে আঘাত করতে চায়। ‘৭১ এ তাদের যে ভূমিকা, হঠাৎ করে বাঁশিতে ফুঁ দিলেন অমনিই তিনি ঘোষক হয়ে গেলেন।’
ইরান ও ইসরায়েলের উত্তেজনাকে কেন্দ্র করে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। শান্তি চাই।’
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণে রাখতে রোজার মাসে সরকারের বেশ কিছু কার্যক্রম চলমান ছিল। সেটা এখনও চালু থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যতদিন জনগণের প্রয়োজন থাকবে ততদিন জনস্বার্থে এই প্রোগ্রাম (সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান) থাকবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ আরও অনেকে।