শিল্পমন্ত্রীর পক্ষে সাফাই

কথায় কথায় খেজুর খাওয়ার কথা বলেছেন শিল্পমন্ত্রী: ওবায়দুল কাদের

জাতীয় ডেস্ক

মার্চ ১০, ২০২৪, ০৪:১৩ পিএম

কথায় কথায় খেজুর খাওয়ার কথা বলেছেন শিল্পমন্ত্রী: ওবায়দুল কাদের

ছবি: সংগৃহীত

শিল্পমন্ত্রীর পক্ষে সাফাই গাইলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি দাবি করেছেন, ‘শিল্পমন্ত্রী কথায় কথায় বরই খাওয়ার কথা বলেছেন।’

এর আগে গত ৪ মার্চ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘আমাদের অভাব অভিযোগ আছে। বরই দিয়ে ইফতার করেন। আঙুর, খেজুর লাগবে কেন? পেয়ারা দেন না কেন?’

রোববার (১০ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকরা প্রশ্ন করেন। জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘শিল্পমন্ত্রী কথায় কথায় বরই খাওয়ার কথা বলে ফেলেছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সিটি নির্বাচনসহ ২৩১টি স্থানীয় নির্বাচন হয়েছে। এতে ৬০ ভাগ ভোট পড়েছে। কুমিল্লার নির্বাচনে ভোট কম হলেও প্রায় ৩৯ ভাগ ভোট পড়েছে। মোটামুটি সুষ্ঠু হয়েছে নির্বাচন। নির্বাচনে সরকার হস্তক্ষেপ করেনি। উৎসবমুখর পরিবেশে নির্বাচন করায় কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীকে অভিনন্দন জানাই।’

অনেক জায়গায় বিএনপি নেতারা অংশ নিয়ে জয়লাভও করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির মুখে নির্বাচন নিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলার যৌক্তিকতা থাকে না। যত দোষ নন্দ ঘোষের মানসিকতায় ভুগছে বিএনপি। রাজনীতির বাস্তবতায় বিএনপির মতো দল বাস্তবতার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছে। তারা ঘোষণা দিয়ে নির্বাচন বর্জন করেছে।’

অন্য এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘আমার সঙ্গে মির্জা ফখরুল ও পিটার হাসের দেখা হয়নি, হওয়ার সুযোগও ছিল না। শুনেছি তারা সিঙ্গাপুরে গেছেন।’

Link copied!