অবান্তর কথা বলেন ওবায়দুল কাদের: রিজভী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৪, ০৩:২৯ পিএম

অবান্তর কথা বলেন ওবায়দুল কাদের: রিজভী

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

সম্প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর তালিকা চেয়েছেন। এবার এটা নিয়েই তাকে খোঁচা দিলেন ১৬ বছর ক্ষমতার বৃত্ত থেকে ছিটকে যাওয়া দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির। ওবায়দুল কাদের সাহেব বেশি অবান্তর কথা বলেন। ওবায়দুল কাদের বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে হওয়া মামলার যে তালিকা চেয়েছেন, তা সরকারের কাছেই আছে বলেও দাবি করেন তিনি।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদেরকে খোঁচা দিয়ে এসব মন্তব্য করেন তিনি।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘গণমাধ্যমে দেখেছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বিএনপির কাছে তালিকা চেয়ে তারস্বরে চিৎকার করছেন। ওবায়দুল কাদের সাহেব কিসের তালিকা চাইছেন? এর আগেও তো তালিকা দেওয়া হয়েছিল।’

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘তালিকা তো আপনাদের কাছেই আছে। আইন-আদালত, থানা-পুলিশ তো আপনাদের কব্জায়।’

‘গুমের পেছনে আওয়ামী লীগ সরকারই দায়ী’
সংবাদ সম্মেলনে দেশের রাজনীতিতে সব গুমের পেছনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির। তিনি বলেন, ‘তাদের কেউ কেউ (আওয়ামী লীগ নেতারা) বিষয়টি স্বীকারও করেছেন। গুম, বিচার বহির্ভূত হত্যা মানবতার সবচেয়ে ভয়াবহতম অপরাধ।’

সংবাদ সম্মেলনে ইলিয়াস আলীসহ গুমের শিকার হওয়া বিএনপির ‘অসংখ্য’ নেতাকর্মীসহ সবাইকে অক্ষত অবস্থায় যার যার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন বিএনপির সিনিয়র এই নেতা। তিনি মন্তব্য করেন, ‘ইলিয়াস আলীর গুমের ১২ বছর পূর্ণ হলো। গুমের পর তাকে খুঁজে বের করার আশ্বাস ছিল লোক দেখানো। কারণ তখন বিএনপির পাঁচদিনের হরতাল ছিল। আর বিএনপির সেই হরতাল এবং আন্দোলন বন্ধের জন্যই ছিল ওই মিথ্যা আশ্বাস।’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘দেশে ভয়ের সংস্কৃতি চালু করেছে ভোট ডাকাত সরকার। কথা বলতে ভয় পাচ্ছে অনেকেই। গুম, খুন, অপহরণ আতঙ্কে দেশের গণতন্ত্রকামী সব নাগরিক।’

Link copied!