নয়াদিল্লিতে পালিয়ে যেতে গিয়ে বিমানবন্দরে পলক আটক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৬, ২০২৪, ১০:৪০ এএম

নয়াদিল্লিতে পালিয়ে যেতে গিয়ে বিমানবন্দরে পলক আটক

জুনায়েদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে পালিয়ে যেতে গিয়ে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়। বিকেল সাড়ে তিনটার দিকে বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষমাণ ছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন।

সরকারি চাকরিতে কোটা বৈষম্যকে কেন্দ্র করে ব্যাপক প্রাণহানির ঘটনায় টানা পাঁচদিন দেশব্যাপী ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার কারণে সরকারের সঙ্গে সঙ্গে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও তীব্র সমালোচনার মুখে পড়েন। এরই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার বিকেলে নাটোরে নিজ বাসভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় জাতির কাছে হাত জোড় করে ক্ষমা চান পলক। সেই সঙ্গে ঘোষণা দেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যে শাস্তি দেবেন সেই শাস্তিই মাথা পেতে নেবেন তিনি।

গতকাল সোমবার রাতে পলকের নাটোরের সিংড়ার বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একইসঙ্গে লুটপাটও হয় বলে অভিযোগ এসেছে।

প্রসঙ্গত, গতকাল সোমবার ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই পলককে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

Link copied!