সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৫:৪২ পিএম
জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের বৈধতা দেওয়ার জন্য শুধু জাতীয় পার্টিকে দায়ী করা যাবে না; বিএনপি ও জামায়াত-ই-ইসলামিও একইভাবে দায়ী।
শনিবার দুপুরে গুলশানের হাওলাদার টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৪ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের অধীনে স্থানীয় সরকার ও বিভিন্ন নির্বাচনে বিএনপি-জামায়াতসহ প্রায় সব রাজনৈতিক দলই অংশ নিয়েছে।
“যে নির্বাচনের অধীনে আপনারা ভোট করেছেন, সেই বৈধতা আমরা একা দিইনি,” বলেন সাবেক এই মন্ত্রী।
আনিসুল বলেন, ২০০৮ সালের নির্বাচিত সংসদের অধীনেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। বিএনপি-জামায়াত তখন সংসদে থেকেও পদত্যাগ করেনি। পরে তারা স্থানীয় সরকার নির্বাচন, সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনে অংশ নেয়। “আজ সেই বৈধতার দায় কেবল জাতীয় পার্টির ঘাড়ে চাপানো হচ্ছে,” তিনি যোগ করেন।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের দেওয়া জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির সমালোচনা করে আনিসুল বলেন, “আমরা কখনো কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করিনি। অথচ আজ আমাদের নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে।”
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে জাপাকে বাদ দেওয়ার চেষ্টা হলে তা ২০১৪ সালের মতো একপেশে হবে। ভবিষ্যৎ রাজনীতিতে বিভিন্ন দল সরকার বা বিরোধী দলে থাকতে চায়—এমন হিসাব কষে জাতীয় পার্টির ওপর দায় চাপিয়ে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রসঙ্গে আনিসুল বলেন, “মুসোলিনি ও হিটলারও নির্বাচিত হয়েছিলেন, কিন্তু পরে ফ্যাসিবাদ করেছেন। যেনতেন নির্বাচন হলে চলবে না। নির্বাচন হতে হবে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ।”
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির এ অংশটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেন বাবলা উপস্থিত ছিলেন।