দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে: মির্জা ফখরুল

জাতীয় ডেস্ক

মার্চ ২৪, ২০২৪, ০৭:২৩ পিএম

দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে: মির্জা ফখরুল

ইংরেজিতে লিখিত বক্তব্য পাঠ করেন মির্জা ফখরুল। পাশে সঞ্চালক শামা ওবায়েদ। ছবি: বিএনপি মিডিয়া সেল

নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে আছে বলেও জানান তিনি।

রোববার (২৪ মার্চ) দুপুরে বিএনপির ভারত বিরোধী অবস্থান জানার জন্য সচিবালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য শোনার আগ্রহ প্রকাশ করেন। এরই অব্যবহিত সময়ের মধ্যেই সন্ধ্যায় রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে ইফতার ও দোয়া কর্মসূচিতে শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দেন বিএনপি মহাসচিব।

এই ইফতারে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন।

ইংরেজি ভাষায় লিখিত বক্তব্যে কূটনীতিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘অধিকার ও স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রামে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনকে আমরা গভীরভাবে মূল্যায়ন করি- যার মধ্য দিয়ে প্রকৃতভাবে নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে। যতক্ষণ না ও যতক্ষণ পর্যন্ত আমরা এটা অর্জন করতে না পারি, ততক্ষণ জনগণের শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলন চলবে।’

ইফতার অনুষ্ঠানে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর অমানবিক হত্যাকাণ্ডের বিষয়টি বিএনপি জানে উল্লেখ করেছেন মির্জা ফখরুল। এ অনুষ্ঠানে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক গোষ্ঠী ও জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি। লিখিত বক্তব্যে বিএনপি মহাসচিব উল্লেখ করেন, ‘দুই রাষ্ট্রের কৌশলই এই সংকটের সমাধান হতে পারে।’

বিএনপির ইফতারে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার,  মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদুসহ আরও অনেকে অংশগ্রহণ করেন। সঞ্চালনা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

Link copied!