নভেম্বর ১৩, ২০২৪, ১২:০৫ এএম
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়োগ দেওয়া নিয়ে সংবাদ সম্মেলন করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামেও পরিচিত।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানী ঢাকার রামপুরায় নিজ অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, ছাত্র আন্দোলনে ফারুকী ভাইয়ের কোনো ভূমিকা আমি দেখিনি, তাকে মাঠে কখনও দেখিনি। দু-একটি স্ট্যাটাস দিতে দেখেছি।
তিনি আরও বলেন, এখন জনগণ মনে করে, মোস্তফা সরয়ার ফারুকী ভাইয়ের চেয়ে আমি অনেক বেশি যোগ্য। কারণ, আমি আন্দোলনের সময় মাঠে ছিলাম। জনগণ ফারুকী ভাইকে মেনে নেয়নি।
হিরো আলম বলেন, "যেসব ছাত্র শহীদ হয়েছেন, তাদের পরিবারের কাউকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া যেতো, কিন্তু তা হয়নি।"
এদিকে, গত ১০ নভেম্বর সন্ধ্যায় মোস্তফা সরয়ার ফারুকী শপথ গ্রহণ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর রাতেই তাকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ইতোমধ্যে তিনি দুই দিন অফিসেও কাজ করেছেন।