কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রয়োজনে নির্বাচনে বিলম্ব জনগণ মানবে না: নজরুল ইসলাম

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৬, ২০২৫, ০১:৫৭ পিএম

কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রয়োজনে নির্বাচনে বিলম্ব জনগণ মানবে না: নজরুল ইসলাম

ছবি: সংগৃহীত

কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রয়োজনে নির্বাচন বিলম্ব না করার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে সময় দিতে গিয়ে নির্বাচনে বিলম্ব জনগণ মেনে নেবে না।

শুক্রবার, ১৬ মে সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মতিনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।   

ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেলেও মানুষের পুরো দাবি বাস্তবায়িত হয়নি দাবি করে তিনি বেলন, ‘ভোটাধিকার এখনও ফিরে পায়নি মানুষ। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয়নি।’  

বিএনপির এই নেতা বলেন, ‘ইসি নির্বাচন করতে প্রস্তুত বলে জানিয়েছে। বিএনপির ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবির যারা বিরোধিতা করছে, তারা কোন যুক্তিতে পেছাতে চায়?’ তিনি বলেন, নির্বাচন কমিশন প্রস্তুত থাকলেও ডিসেম্বরের মধ্যে ভোট আয়োজনে বিলম্ব করা সরকারের অযৌক্তিক আপত্তি।’

আলোচনায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন, বর্তমান টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে সংকট নিরসনে সরকারের প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। 

Link copied!