বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসুর শিবির প্যানেলের নির্বাচিত নেতাদের দোয়া-মোনাজাত

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০২:৪৮ পিএম

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসুর শিবির প্যানেলের নির্বাচিত নেতাদের দোয়া-মোনাজাত

ছবি: সংগৃহীত

একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া-মোনাজাত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের নেতারা।

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর সকালে এই নেতারা প্রথমে রাজধানীর রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবরস্থানে গিয়ে দোয়া-মোনাজাত করেন। এরপর তারা রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া ও মোনাজাত করেন। এ সময় ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক (এজিএস) মুহা. মহিউদ্দীন খানসহ এই প্যানেলের অন্য জয়ী নেতারা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত শেষে আবু সাদিক কায়েম বলেন, শহীদদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করাই তাদের মূল কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা সেটি শুরু করতে চান। এখানেই জুলাই বিপ্লব শুরু হয়। আর সফলতার সঙ্গে তারা তা শেষ করেন। মুক্তিকামী ছাত্র-জনতাসহ সবার কাছে তারা দোয়া চান। শিক্ষার্থীরা যেকোনো সময় তাদের প্রশ্ন করতে পারবেন। তাদের কাজ হচ্ছে কাজ করা।

ডাকসুর নবনির্বাচিত ভিপি বলেন, ‘শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। তারা আমাদের রাস্তা দেখিয়েছে। শহীদদের আমানত—বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা। সেই স্পিরিট পুনর্জাগরণে আমরা শহীদদের কবর জিয়ারত করতে এসেছি। আমরা সব শহীদ পরিবারে যাওয়ার চেষ্টা করব। ফোনেও কথা বলার চেষ্টা করেছি। জুলাইয়ে শহীদদের পরিবারই আমাদের পরিবার।’

নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেন, আজকে তারা একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তাদের প্যানেলের বিজয়-পরবর্তী কাজগুলো শুরু করছেন। এরপর তারা শিক্ষার্থীদের কথা শুনবেন। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে নির্বাচিত হিসেবে তারা সবার সঙ্গেই কথা বলবেন। তারা তাদের দীর্ঘ লড়াই-সংগ্রামের শহীদদের জন্য দোয়া করার মাধ্যমে কাজটি শুরু করেছেন।

এস এম ফরহাদ বলেন, ‘শহীদদের আত্মত্যাগের যে আমানত আমাদের ওপর অর্পিত হয়েছে, সুন্দর ক্যাম্পাস গড়ার জন্য, তাদের আত্মত্যাগের মূল্য যাতে আমরা আমাদের কাজের মাধ্যমে দিতে পারি। শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার মধ্য দিয়ে আমরা সেটি যাতে জারি রাখতে পারি।’

গত মঙ্গলবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বিশাল জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির। নির্বাচনে তাদের প্যানেলের নাম ছিল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। এই প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস, এজিএসসহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জিতেছেন।

Link copied!