বিপ্লব তখনই সফল হয়, যখন কোনো সংগঠন থাকে: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৬:৫৪ পিএম

বিপ্লব তখনই সফল হয়, যখন কোনো সংগঠন থাকে: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

যারা বিপ্লব করে সমাজ পরিবর্তন করতে চান তাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর বিকেলে বাংলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের জন্য স্মরণসভার আয়োজন করে বদরুদ্দীন উমর শোকসভা আয়োজনে জাতীয় কমিটি।‌ সেখানে বদরুদ্দীন উমরের দীর্ঘ কর্মজীবন নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বক্তারা তাদের বক্তব্যে তার জীবনের নানা দিক তুলে ধরেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বদরুদ্দিন উমরের মতো ব্যক্তি সবসময় জন্মাবেন না। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম করে গেছেন। কখনও আদর্শের সাথে বেঈমানি করেননি। আপস করেননি।‌’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিপ্লব তখনই সফল হয় যখন কোনো সংগঠন থাকে। যারা বিপ্লব করে সমাজ পরিবর্তন করতে চান, তাদের সংগঠন মজবুত করতে হবে।’

Link copied!