বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগ করলেন রিজভী

জাতীয় ডেস্ক

মার্চ ১৭, ২০২৪, ০৪:০০ পিএম

বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগ করলেন রিজভী

ছবি: সংগৃহীত

ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জুম মিটিংয়ে দেওয়া বক্তব্যের বিকৃতি ঘটিয়ে এই চাঁদাবাজি করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোববার (১৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র এই নেতা।

রিজভী বলেন, ‘এটি এমন একটি লজ্জাজনক ও ঘৃণ্য চক্রান্তের বিষয়; যা কেবল বাংলাদেশ নয় সমগ্র বিশ্বের রাজনীতিতে বিরোধী মতের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারের একটি জঘন্য উদাহরণ হিসেবে মাইলফলক হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু লন্ডনে বসে প্রযুক্তির সহায়তায় দেশের আনাচে কানাচে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এই যোগাযোগের জন্য প্রধানত ব্যবহার করা হয় জুম নামে একটি অ্যাপ। সম্প্রতি সরকারপন্থি কয়েকটি অনলাইন প্লাটফর্ম ও মিডিয়া আউটলেট থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জুম মিটিংয়ে দেওয়া বক্তব্যকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে বিকৃত ডিপফেইক ভিডিও তৈরি করে দেশ-বিদেশে থাকা বিএনপির শুভানুধ্যায়ীদের কাছে চাঁদাবাজি করা হচ্ছে। আবার সেই চাঁদাবাজির ভিডিও প্রচার করা হচ্ছে।’

বিএনপির সিনিয়র নেতা দাবি করেন, ‘শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই নন, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বেশ কয়েকজন সদস্যকে নিয়েও একই ধরনের ডিপফেক ভিডিও তৈরি করা হয়েছে। বিএনপি তথ্য ও প্রযুক্তি দপ্তরের তাৎক্ষণিক তৎপরতায় ফেসবুক ও ইউটিউবে থাকা এমন ডিপফেক ভিডিওগুলোকে শনাক্ত করে সেগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Link copied!